ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
১৮৫

কারাগারেই মারা গেলেন ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ৬ মার্চ ২০২০  

মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ‘ইয়াবা সম্রাট’ আমিন হুদা মারা গেছেন। শুক্রবার  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার বলেন, গত এক বছর ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আমিন হুদা। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই তার হার্টে রিং পড়ানো হয়েছিল। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৫শে অক্টোবর গুলশানের দু’টি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসয়নিক, যন্ত্রপাতি এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর